ABP News

Partha Chatterjee: দ্বিতীয় রাতে চুপচাপ পার্থ, কম্বল বিছিয়ে বিশ্রাম। Bangla News

Continues below advertisement

জেলে দ্বিতীয় রাত চুপচাপ কাটালেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, বিকেলে তাঁর সঙ্গে দেখা করতে আসেন মহিলা আইনজীবী। রাতে রুটি, ডাল, তরকারি খান পার্থ। জেলে এসে প্রথম রাতে তাঁর মুখে রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ শোনা গেলেও, গতকাল চুপচাপই ছিলেন প্রাক্তন মন্ত্রী। জেল সূত্রে খবর, চিকিত্সকের পরামর্শ মেনে গতকাল খাটের ব্যবস্থা করা হয়। রাতে সেখানেই কম্বল বিছিয়ে বিশ্রাম নেন পার্থ। ডায়াবেটিক ডায়েট মেনে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। সেলে বসে বই পড়ছেন, কখনও পায়চারি করছেন। জেল সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলেছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখছেন জেল হাসপাতালের চিকিত্সকরা। রাতে পার্থর সেলের বাইরে মোতায়েন ছিলেন একজন নিরাপত্তারক্ষী। অন্যদিকে অর্পিতাও খাওয়া দাওয়া করছেন। তবে চুপচাপ রয়েছেন। বিশেষ কথাবার্তা বলছেন না। সকালে মেডিক্যাল টেস্ট হয়। অর্পিতার সেলের বাইরে রিলে করে পাহারা দিচ্ছেন ২ জন নিরাপত্তারক্ষী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram