Morning Headline: রাজ্য মন্ত্রিসভার রদবদল, পার্থর হাতছাড়া ৩ দফতর গেল শশী-বাবুল-শোভনদেবের কাছে
অর্পিতার ৩১টি এলআইসি পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়! ঘনিষ্ঠতা স্পষ্ট, বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া নথির সূত্র ধরে ইডি সূত্রে দাবি।
শুক্রবার পর্যন্ত ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। মুখে কুলুপ দুজনেরই। বড় কেলেঙ্কারি। কোর্টে সওয়াল ইডির। বিরোধিতা অর্পিতার আইনজীবীর।
ফ্ল্যাটে টাকার পাহাড়, শান্তিনিকেতনে অর্পিতার বাংলোয় মাটি খুঁড়ে তল্লাশি ইডির। লাবণ্য-তিতলি নামে আরও ২টি বাড়িতে অভিযান।
পার্থ-অর্পিতার নামে আরও এক সংস্থার হদিশ। অপা ইউটিলিটিস সার্ভিসেস-এ ৫০ শতাংশ করে শেয়ার, ৪টি ফ্ল্যাট থাকার সন্দেহ ইডির।
পার্থর হাতছাড়া ৩ দফতর গেল শশী-বাবুল-শোভনদেবের কাছে। শিল্পমন্ত্রী শশী, পরিষদীয় শোভনদেব, তথ্য-প্রযুক্তির সঙ্গে পর্যটন পেলেন বাবুল সুপ্রিয়।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ