Partha Chatterjee : আদালতে পেশের আগে আজ কবিতাপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের
'মসি লিপি দিল তবুও ঢাকিলো না ছবি। অগ্নি দিল তবুও গলিল না সোনা', আদালতে পেশের আগে আজ কবিতাপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। ইঙ্গিতপূর্ণ কবিতাপাঠ পার্থ চট্টোপাধ্যায়ের। 'অভিষেকের নবজোয়ার ১০০ শতাংশ সফল। অভিষেকের নবজোয়ার আসলে জনজোয়ার', আদালতে যাওয়ার পথে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায়-সহ ধৃতদের আদালতে পেশ। পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। গত কয়েকদিনে তদন্তে নতুন কী তথ্য উঠে এসেছে, তা আদালতে জানাবে সিবিআই। পার্থ-সহ ধৃতদের জামিনের বিরোধিতা করা হবে, খবর সিবিআই সূত্রে