Partha Chatterjee: 'এতদিন পর রাজসাক্ষী হতে চাইছেন?' প্রশ্ন প্রাক্তন গোয়েন্দাকর্তার
ABP Ananda LIVE : 'দুর্নীতি সম্পর্কে কতটুকু জানেন কল্যাণময় ? পিছনে মোটিভ কী ?', প্রশ্ন গদাধর চট্টোপাধ্যায়ের। পার্থর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তাঁরই জামাই! কীভাবে চাকরি চুরি? কোথায় দুর্নীতির টাকা? প্রাথমিকে নিয়োগে ইডির মামলায় বয়ান দিতে আদালতে আবেদন। কোনও চাপে নয়, স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চান পার্থর জামাই। মিলবে না বাড়তি সুবিধে, জানাল আদালত। এমন রামনবমী করুন, যাতে জবাব পায় হিন্দুবিরোধী শক্তি। ১ কোটি হিন্দুকে পথে নামার হুঙ্কার শুভেন্দুর। কিছু না পেয়ে ধর্মকে ধরার চেষ্টা, পাল্টা কুণাল। ছাব্বিশের ভোটে ভবানীপুরেই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দুর, পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের। দোলের দিন নদিয়ার চাপড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৭জনের মৃত্যু! ১০জন আহত। লক্ষ্মীগাছা-করিমপুর রাজ্য সড়কে স্করপিওর সঙ্গে টোটোর সংঘর্ষ। বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক। ডেডলাইন শেষে ২১৪জন পণবন্দির প্রত্যেকেই নিহত, দাবি বালোচ লিবারেশন আর্মির। সংঘর্ষে হতাহত নিয়ে পাক সেনার দাবি খারিজ। ক্যামেরা কিনতে গিয়ে অনলাইনে প্রায় ২ কোটি টাকার প্রতারণা, ভুয়ো অ্যাকাউন্ট থেকে দেড় কোটি ফেরাল কলকাতা পুলিশ। বাকি টাকাও উদ্ধারের আশ্বাস লালবাজারের।