Partha Chatterjee : মন্ত্রিত্ব, দলের সব পদ থেকে অপসারণের পরেই সাসপেন্ড পার্থ। Bangla News
Continues below advertisement
মন্ত্রিত্ব, দলের সব পদ থেকে অপসারণের পরেই সাসপেন্ড পার্থ। ৩টি দফতরের পরে দলের ৫টি পদ থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। সমস্ত দফতর, পদ থেকে অপসারণের পরে সাসপেন্ড পার্থ চট্টোপাধ্যায়। অন্যায় করলে পাশে থাকবে না দল, জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিষদীয়, শিল্প-বাণিজ্য, তথ্য প্রযুক্তি দফতর থেকে অপসারিত পার্থ। কেড়ে নেওয়া হল তৃণমূলের মহাসচিব, দলীয় মুখপত্রের সম্পাদক-সহ ৫টি পদ। নিজেকে নির্দোষ প্রমাণিত না করা পর্যন্ত সাসপেন্ড পার্থ, জানিয়ে দিলেন অভিষেক। আপাতত পার্থর ৩টি দফতর থাকবে মুখ্যমন্ত্রীর হাতে, পরে রদবদল।
Continues below advertisement
Tags :
TMC ED ABPAnanda #ABPAnandaLive ParthaChatterjee AbhishekBanerjee Banglanews BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর