Partha Chatterjee: জামিনের আর্জি খারিজ, নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ-সহ ৭ জনেরই জেল হেফাজত
Continues below advertisement
নিয়োগ-দুর্নীতি মামলায় পার্থ-সহ ৭ জনেরই ফের জেল হেফাজত। জামিনের আর্জি খারিজ। পার্থ-সুবীরেশের ফের জেল হেফাজত।নিয়োগ দুর্নীতি (Recruitmet Scam) মামলায় পার্থ (Partha Chatterjee)-সুবীরেশদের শুনানি শেষ। জামিনের বিরোধিতা সিবিআইয়ের (CBI)। 'একটা টাকাও নিইনি, একটা টাকাও আমার থেকে উদ্ধার হয়নি। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী ? আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্র বলে সিবিআই সময় পাবে ?'
Continues below advertisement