Partha Chatterjee: গ্রেফতারির পর এই প্রথম আদালত কক্ষে মুখ্যমন্ত্রীর নাম নিলেন পার্থ চট্টোপাধ্যায়। ABP Ananda Live

Continues below advertisement

গ্রেফতারির পর এই প্রথম আদালত কক্ষে মুখ্যমন্ত্রীর নাম নিলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, SSC তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলে। মন্ত্রীর সুপারিশ করারও কোনও ক্ষমতা নেই, নিয়োগকর্তাও তিনি নন।...বিভিন্ন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্য়সচিবকে রিপোর্ট করেন, মুখ্য়সচিব মুখ্য়মন্ত্রীকে। জেলবন্দি শিক্ষামন্ত্রীর মুখে আদালতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রীর প্রসঙ্গ উঠে আসা মাত্রই রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়, পার্থ চট্টোপাধ্য়ায় কোন দিকে ইঙ্গিত করতে চাইলেন? হঠাৎ তাঁর মুখে মুখ্য়মন্ত্রীর নাম কেন? তিনি কি বিশেষ কোনও বার্তা দিতে চাইলেন? এদিন আদালতে, আরও বিস্ফোরক দাবি করেন পার্থ চট্টোপাধ্য়ায়। বিচারককে তিনি বলেন, আমি যাদের সঙ্গে কাজ করতাম তাঁরাই শত্রু ছিল। সবাই হাই প্রোফাইল। তাঁদের শাস্তি দিতে চাই। আমি ৫টি দফতরের দায়িত্বে ছিলাম। একাধিকবার মন্ত্রিত্ব বদল করা হয়েছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের অ্যারেস্ট মেমোয় ইডি দাবি করে, গ্রেফতারির পর মোট ৪ বার মমতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন পার্থ। যদিও বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আনুগত্যের কথা বলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram