ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৮.০৭.২২) : প্রবল চাপের মুখে অবশেষে গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। দলের মধ্যে প্রকাশ্যে বিদ্রোহের পরে পদক্ষেপ।

Continues below advertisement

ঘণ্টাখানেক সঙ্গে সুমন: লজ্জা! আবার কালো টাকার স্তূপ! দক্ষিণের পর এবার উত্তরেও চুরির গুপ্তধন! অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে উদ্ধার ২৮ কোটি, মোট উদ্ধার প্রায় ৫০ কোটি!অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে মিলল ৬ কেজি সোনা, অসংখ্য জমির দলিল, সম্পত্তির নথি। হতবাক আবাসনের বাসিন্দারা। প্রবল চাপের মুখে অবশেষে গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ। দলের মধ্যে প্রকাশ্যে বিদ্রোহের পরে পদক্ষেপ। দক্ষিণের পরে উত্তরেও চুরির গুপ্তধন! অর্পিতার ফ্ল্যাটে নগদ মোট ৫০ কোটি! মিলল ৬ কেজি সোনা, জমির দলিল! 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram