Coal Mine Accident: জামুড়িয়ার সাতগ্রামে ইসিএলের খনিতে দুর্ঘটনা, মৃত্যু ১ শ্রমিকের। Bangla News

জামুড়িয়ার সাতগ্রামে ইসিএলের খনিতে কয়লার চাঁই ধসে মৃত্যু হল এক শ্রমিকের। আহত আরও ২ জন শ্রমিক। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ইসিএলের সাতগ্রাম ইনক্লাইন খনিতে কাজ করার সময় কয়লার চাঁই ধসে মৃত্যু হয় বছর পঁয়ত্রিশের সওদাগর ভুঁইয়ার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ইসিএলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান খনি শ্রমিকরা। ইসিএলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola