Paschim Medinipur: সাহসিকতার নজির রেলকর্মীর, রেললাইনে লাফ দিয়ে বাঁচালেন প্রাণ। Bangla News
লাইনে পড়ে গিয়েও রেলকর্মীর (Rail Employee) তত্পরতায় প্রাণ বাঁচল এক যাত্রীর। খড়গপুর (Kharagpur) ডিভিশনের বালিচক স্টেশনের ঘটনা। সাহসিকতার জন্য ওই কর্মীকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। মালগাড়িকে সিগনাল দিতে প্ল্যাটফর্মে এসেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, তখন হঠাত্ তাঁর চোখে পড়ে ওই লাইনে পড়ে আছেন এক ব্যক্তি। দেরি না করে, দৌড়ে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনে নেমে যাত্রীকে সরিয়ে নিয়ে যান নিরাপদ দূরত্বে।
Tags :
ABP Ananda Indian Rail ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Paschim Medinipur South Eastern Rail এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ পশ্চিম মেদিনীপুর বাংলা খবর Bangla News