Paschim Medinipur : পিংলায় দুঃস্থ পড়ুয়াদের জন্য চালাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান, নিজের গ্রামে স্বাধীনতা-উদযাপন মার্কিন অধ্যাপকের
পেশাগত কারণে চার দশক ধরে বিদেশই তাঁর ঘরবাড়ি। কিন্তু ভোলেননি নিজের গ্রামকে। পশ্চিম মেদিনীপুরের পিংলার গ্রামে দুঃস্থ পড়ুয়াদের জন্য চালাচ্ছেন একটি শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে স্কুলের আগে বিনামূল্যে লেখাপড়া করতে পারে গ্রামের শিশু থেকে কিশোর-কিশোরীরা। মঙ্গলবার পড়ুয়াদের সঙ্গে স্বাধীনতা দিবস উদ্যাপন করলেন মার্কিন অধ্যাপক।