Pashchim Medinipur: সিপিএমের লোকাল কমিটির প্যাডে নিয়োগের সুপারিশ-চিঠি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় I Bangla News
সিপিএমের লোকাল কমিটির প্যাডে স্কুলের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য সুপারিশ-চিঠি। যদিও যাঁর জন্য সুপারিশ করা হয় তিনি চাকরি পাননি। সোশাল মিডিয়ায় ভাইরাল চিরকুটকে সামনে রেখে বামেদের আক্রমণ করেছে তৃণমূল। সিপিএমের দাবি, এমন সুপারিশ হতেই পারে। এতে দুর্নীতি নেই।
Tags :
CPM ABP Ananda Viral ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Pashchim Medinipur বাংলা খবর Bangla News