Fake Passport News: ঠিকানা আছে, কিন্তু লোক নেই ! পাসপোর্টকাণ্ডের তদন্তে উঠে এল চাঞ্চল্য়কর তথ্য় | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: কল্পনা করুন, একটা লোকের ঠিকানা আছে, কিন্তু ঠিকানায় সেই লোকটার কোনও অস্তিত্বই নেই! স্থানীয়রাও কেউ তাঁকে চেনেন না! আবার কলকাতাজুড়ে নানান ঠিকানা, কিন্তু পিনকোড সব পঞ্চসায়র এলাকার! পাসপোর্টকাণ্ডের তদন্তে উঠে এল এমনই সব চাঞ্চল্য়কর তথ্য়। এই ধরণের ভূতুড়ে কয়েকটা ঠিকানায় পৌঁছে গিয়েছিলাম আমরাও
'গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা'। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জাল নথি দিয়ে, বেআইনিভাবে এতদিন যে সব পাসপোর্ট তৈরি হয়েছে, তাদের কেউ এখন ফ্রান্সে, কেউ জার্মানিতে, কেউ ইতালিতে বসে আছে! ভাবা যায়! কারওর সঙ্গেই যোগাযোগ করতে পারছে না পুলিশ! তদন্তকারীরা মনে করছেন, সর্ষের মধ্য়েই ভূত লুকিয়ে আছে। ইতিমধ্য়েই এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে।