Passport Scam: পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED-র

ABP Ananda Live: পাক নাগরিক আজাদ মল্লিকের কাছে তিন-তিনটি দেশের পরিচয়পত্র রয়েছে। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED-র। চার্জশিটে ED-র দাবি, আজাদের কাছে ভারত ছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের মোট ৮টি পরিচয়পত্র আছে। এই সব পরিচয়পত্রের তালিকা চার্জশিটে জমা দিয়েছে ED। চার্জশিটে উল্লেখ, পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃত আজাদ মল্লিকের কাছে করাচির ড্রাইভিং লাইসেন্স আছে। আজাদ মল্লিকের কাছে বাংলাদেশেরও ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এ ছাড়াও আজাদের কাছে মিলেছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, রাজ্যের ২টি ভোটার কার্ড। চার্জশিটে ED-র দাবি,আজাদ মল্লিকের সঙ্গে পাক নাগরিকদের গ্রুপ চ্যাটের তথ্য মিলেছে। UPI-এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর তথ্যও মিলেছে, দাবি ED-র। 

 

রবিবারের মধ্যরাতে আগুন লাগায় খিদিরপুরে কেউ হতাহত হননি ঠিকই। কিন্তু মাস দেড়েক আগে বড়বাজারের ঋতুরাজ হোটেলে প্রাণ গিয়েছিল ১৪ জনের। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গলদ, নিয়ম না মেনে নির্মাণের মতো অভিযোগ উঠেছিল। তারপরেও শহরের বুকে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে গেছে। চিনার পার্কের রেস্তোরাঁ, লেকটাউনের বহুতল, সল্টলেকের কারখানা থেকে বেকবাগানের অফিস। এর মাঝে নজরদারি চালাতে কমিটি গড়েছে নবান্ন। গত মাসের ২৮ তারিখ ওই কমিটির বৈঠকে ঠিক হয়, জেলাস্তরের কমিটি রিপোর্ট দেবে রাজ্যের কমিটিকে। তারা আবার ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেবে ক্যাবিনেটে। কিন্তু সেসব হওয়ার আগেই আরও একটা অগ্নিকাণ্ড ঘটে গেল। গতকাল মধ্যরাতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola