Passport Scam : প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
ABP Ananda LIVE : জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার । প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে: সূত্র ।নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র: সূত্র।
আরও খবর,
বছরের প্রথম রবিবার ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন প্রান্তে। আর যার প্রভাব পড়ল গণ পরিবহণ ব্যবস্থাতেও। কুয়াশার কারণে হাওড়া স্টেশনের (Howrah Train Disruption) পূর্ব এবং দক্ষিণ পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত। দূরপাল্লার পাশাপাশি লোকাল ট্রেনও দেরিতে চলছে। পূর্ব রেল সূত্রে খবর উত্তর ভারত থেকে হাওড়াগামী ট্রেন গুলিতেই বেশি দেরি। এরমধ্যে ডাউন যোধপুর এক্সপ্রেস ৯ ঘণ্টা, ডাউন রাজধানী এক্সপ্রেস ১০ ঘণ্টা, ডাউন দুন এক্সপ্রেস আড়াই ঘণ্টা, ডাউন কালকা মেল ৫ ঘণ্টা, চম্বল এক্সপ্রেস ৪ ঘণ্টা এবং ডাউন নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস ১২ ঘন্টা দেরিতে চলছে। এছাড়াও ডাউন সরাইঘাট এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা দেরিতে হাওড়া স্টেশনে ঢুকেছে। একই কারণে দক্ষিণ পূর্ব রেলের ডাউন পুরি এক্সপ্রেস, ডাউন চেন্নাই মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে আসছে। আজ সকালেও আপ ফলকনামা এক্সপ্রেস এবং আপ ইস্পাত এক্সপ্রেস নির্ধারিত সময়ের দেরিতে ছেড়েছে। দুটি শাখাতেই দৃশ্যমান্যতা কমে যাওয়ার কারণে লোকাল ট্রেন সামান্য দেরিতে যাতায়াত করছে।