Patharpratima: পাথরপ্রতিমায় নদীর চরে বাঘের পায়ের ছাপ! এলাকায় আতঙ্ক
কুলতলির পাশাপাশি এবার পাথরপ্রতিমায় ঠাকুরান নদীর চরে বাঘের পায়ের ছাপ! বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় আতঙ্ক ছড়াল। নদীর চরের নরম মাটিতে দেখ যাচ্ছে বাঘের পায়ের ছাপ
পুলিশ ও বন দফতরের পক্ষ থেকে এলাকায় টহলদারি চলছে। এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছে পুলিশ। তবে বন দফতরের অনুমান, বাঘটি ফের জঙ্গলে ফিরে গেছে
Tags :
Patharpratima