Calcutta Medical College: পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের, কী দাবি নার্সদের? Bangla News
কলকাতা মেডিক্যাল কলেজে পড়ুয়াদের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে গতকাল বিকেল থেকে অবস্থানে বসেছেন মেডিক্যালের পড়ুয়ারা। হাসপাতাল সূত্রে খবর, গতকাল বিকেল থেকে ঘেরাও হয়ে রয়েছেন অধ্যক্ষ ও বেশ কয়েকজন অধ্যাপক। ঘেরাও হয়ে রয়েছেন কয়েকজন অধ্যাপিকাও। নার্সিং সুপারকে ছাড়াতে এলে নার্সদের সঙ্গে বিবাদ বাধে পড়ুয়াদের। এর জেরে অধ্যক্ষের ঘরের সামনেই পাল্টা অবস্থানে বসেছেন নার্সরা। পড়ুয়ারা নার্সিং সুপারকে ঘেরাওমুক্ত করতে রাজি হলেও তিনি বেরোতে চাননি বলে দাবি আন্দোলকারীদের।এ সবের জেরে চিকিত্সা পরিষেবায় বিঘ্ন ঘটায় বিক্ষোভ শুরু করেছেন রোগীর আত্মীয়রাও। আটকে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সার্জারি সহ একাধিক বিভাগের প্রধানরা রয়েছেন ভিতরে। হাসপাতালে পরিষেবা স্বাভাবিক রাখতে যাঁদের প্রয়োজন, তাঁদের আটকে রাখায় পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।