Bad Road: ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ, কাদা ভর্তি মাটির রাস্তায় হাঁটু সমান জল
ABP Ananda LIVE: ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ । কাদা ভর্তি মাটির রাস্তায় হাঁটু সমান জল । অসুস্থ প্রৌঢ়াকে দোলনায় বসিয়ে, বাঁশ বেঁধে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দেবেশ মণ্ডল এখন হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধায়ক । বিজেপির কটাক্ষ, খারাপ রাস্তাই বলে দিচ্ছে তৃণমূল আমলে উন্নয়ন বেহাল । বাম আমলের রাস্তা মেরামতে সময় লাগছে, মানুষকে খেপিয়ে লাভ নেই, মন্তব্য শাসক বিধায়কের।
পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই,SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ
অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া, দেবাশিস হালদারের পোস্টিং মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই।মামলাগুলি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যাল বা SAT-এর কাছে পাঠানো নিয়ে রাজ্যের আর্জি খারিজ। আর্জি খারিজ করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। 'এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আগেও নিজের অবস্থান জানিয়েছে'। 'রাজ্যকে এই ধরনের মামলায় আপত্তি জানানোর ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত'। মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। রাজ্য এ নিয়ে সতর্ক থাকলে, আদালতের মূল্যবান সময় বাঁচবে, মন্তব্য বিচারপতির। পোস্টিং বিতর্কে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৩ চিকিৎসক।