Patipukur Waterlogged : রাতভর বৃষ্টিতে জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে, ডুবে গেল গাড়ি !

রাতভর বৃষ্টিতে জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে। ডুবে গেল গাড়ি। কোনওক্রমে চালক-সহ যাত্রীরা বেরিয়ে আসেন। ক্রেনের সাহায্যে গাড়িটিকে তুলে নিয়ে যায় পুলিশ। জল জমে থাকায়, পাতিপুকুর আন্ডারপাসের আরজি করমুখী রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। দুটি পাম্প বসিয়ে জল নামানোর কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। অভিযোগ, অপরিকল্পিতভাবে নিকাশি নালা তৈরি হওয়ায় বৃষ্টি হলেই বছরভর জল জমে পাতিপুকুর আন্ডারপাসে। চূড়ান্ত ভোগান্তির শিকার হন বাসিন্দারা।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola