Patna News: অটোকে ধাক্কা দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকের । পাটনায় ভয়াবহ পথ দুর্ঘটনা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পাটনার শাহজাহানপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের সকলেই অটোতে ফতুহা যাচ্ছিলেন । হিলসা-দনিয়াওয়ান রাজ্য সড়কে অটোকে ধাক্কা মারে দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক । ট্রাকের প্রচণ্ড ধাক্কায় অটোটি ভেঙে চুরমার হয়ে যায় । ঘটনাস্থলেই মৃত্যু ৮ জনের
আরও খবর...
শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় স্কুলে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘! মালদার হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনের ঘটনা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে শাসানি শাসক নেতার। তৃণমূল নেতা সুবোধ রায় ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি। স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে হুমকির ছবি ভাইরাল। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার। পাল্টা প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতার
ইডির ওপর হামলার ঘটনার তদন্ত, ফের সন্দেশখালিতে CBI । সন্দেশখালির সরবেড়িয়ায় CBI-এর তদন্তকারীরা। সরবেড়িয়ার বাসিন্দাদের সঙ্গে কথা CBI-এর। ৫ জানুয়ারি, ২০২৪: সন্দেশখালিতে আক্রান্ত ED। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ED। পরে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।