Pavlov Hospital: স্বাস্থ্য ভবনে গিয়ে শোকজের জবাব দিলেন পাভলভের সুপার

Continues below advertisement

পাভলভে ভয়াবহ অবস্থায় রোগীরা, স্বাস্থ্য ভবনে সুপারকে তলব। স্বাস্থ্য ভবনে গিয়ে শোকজের জবাব দিলেন পাভলভের সুপার। হাসপাতালের বেনিয়ম নিয়ে সুপারের কী বক্তব্য? পরিষেবায় অব্যবস্থার সঙ্গে আর্থিক অনিয়মের অভিযোগ। সুপারের সঙ্গে কথা বললেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা। ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটা ঠিক করবে প্রশাসন। পাভলভের অব্যবস্থা নিয়ে এমনই জানাল স্বাস্থ্য ভবন: সূত্র। ২দিন পরে ফের স্বাস্থ্য ভবনে পাভলভের সুপারকে তলব। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram