Jadavpur University: যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফের স্লোগান ! FIR রুজু করে তদন্তে পুলিশ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: যাদবপুরে আজাদ কাশ্মীরের সমর্থনে পিডিএসএফের স্লোগান! স্বতঃপ্রণোদিত এফআইআর রুজু করে তদন্তে পুলিশ । পিডিএসএফ সদস্যদের নামের তালিকা তৈরি করছে পুলিশ । অপরাধমূলক ষড়যন্ত্র, বিচ্ছিন্নতাবাদী কাজে উস্কানির অভিযোগে মামলা আজাদ কাশ্মীরের সমর্থনে লেখা স্লোগানের ছবি তুলে সিজ করল পুলিশ

বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে

বাংলায় তোলপাড় ফেলে ভূতুড়ে ভোটার ইস্যু এবার দিল্লিতে । চাপ বাড়াতে আজ তৃণমূল-বিজেপি ২ পক্ষই যাবে নির্বাচন কমিশনে । এক ঘণ্টার ব্যবধানে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল-বিজেপি 
মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দেখা করবে তৃণমূল-বিজেপি

ডাক্তার দেখাতে গিয়ে দোকানে চা খেতে ঢুকেছিলেন। সেখানে গিয়েই গুলিবিদ্ধ হতে হল এক নিরীহ যুবককে। বেলঘরিয়ার শনিবারের ঘটনার পর আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না গুলিবিদ্ধ যুবক ও তার পরিবার। প্রশ্ন উঠছে, সামান্য চায়ের দোকানে গিয়ে যদি গুলিবিদ্ধ হতে হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? 

চা খেতে গিয়ে গুলি খেতে হল। বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছেন সন্তু দাস। কিন্তু তারপর থেকে তীব্র আতঙ্কে ভুগছেন তিনি ও তার পরিবার। গুলিবিদ্ধ সন্তু দাসের বাবা গৌরাঙ্গ দাসের কথায়, "মানুষ রাস্তায় বেরোলে যে কী করবে, কী হবে, বাড়িতে ফিরবে কি আদৌ বলতে পারে না কেউ, যা দিনকালের অবস্থা পড়েছে। ওই তো ডাক্তারখানায় গেল, লেগে চলে আসল। দুশ্চিন্তা তো হবেই। একটাই ছেলে আমার।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola