RG Kar Case: আরজি করের বিচার চেয়ে আমজনতার সঙ্গে রাস্তায় সেলিব্রিটিরা। ABP Ananda Live
Continues below advertisement
আরজি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। উত্তর থেকে দক্ষিণ, রবিবারের দুপুরে শহর জুড়ে মিছিল। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিলে শিল্পীরা। গোলপার্ক থেকে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মিছিল। ভবানীপুরে পথে ডায়োসেশান গার্লস হাইস্কুলের প্রাক্তনীরা। অন্যদিকে দোষীদের ফাঁসিদের দাবিতে ধর্নায় তৃণমূল। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আজও সরব কলকাতা। কলেজ স্কোয়ার থেকে নাগরিক সমাজের মিছিল। সেলিব্রিটি থেকে আমজনতা মিছিলে সামিল সবাই। লগ্নজিতা চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, ঊষশী চক্রবর্তী, ঊষশী রায় হাজির ছিলেন সবাই। উপস্থিত ছিলেন অপরাজিতা আঢ্য, চৈতি ঘোষাল। দ্রুত বিচারের দাবিতে আমজনতার সঙ্গে রাস্তায় নেমেছেন সকলেই।
আর জি কর কাণ্ডের প্রতিবাদ অব্যাহত। এবার পথে নামলেন রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা। কালো পোশাক পরে, উলু দিয়ে মিছিল।
Continues below advertisement