Rahul Sinha: 'মানুষ এই সমর্থকদের উপরে নজর রাখছে,' প্রতিক্রিয়া রাহুল সিনহার। ABP Ananda Live
'অবশ্যই জ্যোতিপ্রিয়র পাশে আছি।এত সহজে এইরকম চোর বানিয়ে দেওয়া যায় না কাউকে।মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আমি সেই কথারই পুনরাবৃত্তি করছি।অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, তার পুনরাবৃত্তি করছি।যতক্ষণ না প্রমাণিত হবে অন্যায় করেছে, আমরা কেউ মতামত দেব না' জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে 'সুর বদল' শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'মানুষ এই সমর্থকদের উপরে নজর রাখছে, উপযুক্ত সময়ে ব্যবস্থা নেবে,' প্রতিক্রিয়া রাহুল সিনহার।
Tags :
Bangla News Jyotipriyo Mullick Ration Scam Sovondeb Chatterjee ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel