Mamata Banerjee: দেশ বাঁচাতে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'দেশ বাঁচাতে বাংলার মানুষকেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে', 'ধর্মকে বাঁচাতে বাংলার মানুষকেই উদ্যোগী হতে হবে','ভোট এলেই দেশ বিক্রির চেষ্টা','১০০ দিনের কাজে ৭ হাজার কোটি টাকা বকেয়া, আবাস, রাস্তার টাকাও দিচ্ছে না', 'শুধু গেরুয়া রং কেন? আরও তো অনেক রং আছে, একটি নির্দিষ্ট দলের পতাকার রং কেন চাপিয়ে দেওয়া হবে?''ভোট এলেই ধর্মের সুড়িসুড়ি দেওয়া হয়','এনআরসিও চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, কত মানুষের প্রাণ গিয়েছে', 'কয়েকজনকে দালালকে দিয়ে ধর্মীয় বিভাজন, মুসলিম ভোট ভাগের চেষ্টা','৩৪ বছর ক্ষমতায় ছিল সিপিএম, কী করেছে, একটা মাদ্রাসাও করেনি','সিপিএম নাকি নাস্তিক, কিন্তু আমি ধর্ম মানি', 'যাঁরা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে বলেন, তাঁরা আবার নিজেদের ধর্মের প্রবর্তক বলেন','কেউ রামের পুজো বা শ্যামের পুজো করলে আমার কোনও আপত্তি নেই', পার্ক সার্কাসের সভা থেকে বললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram