People's Theatre Group: উৎপল দত্তের দেখানো পথে সুবর্ণজয়ন্তী পার PLT-র।Bangla News

Continues below advertisement

নিজস্ব রাজনৈতিক বিশ্বাস এবং থিয়েটারকে একই সূত্রে বেঁধেছিলেন তিনি।দুর্ঘটনার কবলে পড়া কয়লাখনিতে ঢুকে শ্রমিকদের বয়ান শুনে, ১৫ দিনের মধ্যে লিখে ফেলেছিলেন নাটক 'অঙ্গার'। তিনি উৎপল দত্ত। অভিনেতা, লেখক, সর্বোপরি নাট্যকার। মতাদর্শে তিনি ছিলেন মার্কসবাদী। স্রেফ থিয়েটারের জন্য পুলিশি নির্যাতন থেকে কারাবাস নাট্যদল থেকে বহিষ্কার, জীবনভর এমনই চড়াই উতরাই যাঁর জীবনে তিনি একদিন মিনার্ভা থেকে বেড়িয়ে এসে তৈরী করেছিলেন পিপলস লিটল থিয়েটার বা PLT। যে নাট্যদলের বয়স আজ ৫০ ছাড়াল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram