School: অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি

ভয়াবহ কাণ্ড মালদার স্কুলে (Malda School)। 'ছেলে নিখোঁজ' এমনই দাবিতে পুরাতন মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে ঢুকে ভয়াবহকাণ্ড ঘটালেন এক ব্যক্তি। অস্ত্র হাতে ভরা ক্লাসরুমে ঢুকে পড়লেন তিনি। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত ছাত্র এবং অভিভাবকরা। ইতিমধ্যেই পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র (Fire Arms) সহ ওই ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করেছে।

মালদার মুচিয়া চন্দ্র মোহন হাই স্কুলে আচমকাই এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-সহ ঢুকে পড়তে দেখা যায়। এদিকে ক্লাসরুমে তখন ভর্তি পড়ুয়ারা। খবর পৌঁছতেই দ্রুত ঘটনাস্থলে এসে পড়ে পুলিশ। ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে ওই ব্যক্তি গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্য়েই গ্রেফতারির সেই ভিডিও-তে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভরা ক্লাসরুমে নিজের দাবি জানাচ্ছেন। আর ভয়ে কাঁপছে গোটা ক্লাস।

এহেন মুহূর্তে পুলিশ ওই স্থানে পৌঁছে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে, তাঁর কাছে কী কী আছে, প্রশ্নের উত্তরে অভিযুক্ত জানান, শুধু আগ্নেয়াস্ত্রই নয়, টেবিলে রাখা আছে পেট্রোল বোমা, বলে তিনি টেবিলে রাখা সেই বোতলকেও হাত দেখান। এবং বোঝান দাবি না মানলে তিনি ঠিক কী পদক্ষেপ নিতে পারেন, ঠিক কতটা ক্ষতি হতে পারে ওই পড়ুয়াদের। যদিও কথার বলার মধ্যে দিয়ে ওই অভিযুক্তর মানসিক গড়ন বুঝে নেওয়ার মধ্য দিয়ে পুলিশ প্রস্তুত হয়, তাঁকে ধরবার জন্য। প্রশ্ন উত্তরের মাঝেই সুযোগ বুঝে ওই ব্যক্তির উপর ঝাপিয়ে পড়ে পাকড়াও করে পুলিশ। এবং শিক্ষার্থীদের নিরাপদে বের করে নিয়ে যাওয়া হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola