PM Awas Yojana: সাজানো-গোছানো একতলা ঘর, তা সত্ত্বেও আবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনায়!
সাজানো-গোছানো একতলা ঘর (One Stored Building)। তা সত্ত্বেও এই বাড়ির মালিক আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana)। তালিকায় নাম আসেনি বলে অভিযোগও জানান। তারই তদন্তে এসে চক্ষুচড়ক গাছ কেন্দ্রীয় প্রতিনিধি দলের (Central Team) সদস্যদের। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক (Political) চাপানউতোর।