PM Modi: সংশোধনী বিলের পক্ষে জোর সওয়াল মোদির। টানলেন পার্থ, জ্যোতিপ্রিয় মল্লিকদের প্রসঙ্গ

ABP Ananda LIVE: প্রধানমন্ত্রী-মুখ্য়মন্ত্রীর অপসারণের সংবিধান সংশোধনী বিলের পক্ষে জোর সওয়াল করলেন নরেন্দ্র মোদি। টানলেন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকদের প্রসঙ্গ।"সরকারি কর্মচারীরা ৫০ ঘণ্টা জেলে থাকলেই চাকরি চলে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীদের জন্য কোনও আইন নেই।" বাংলায় এসে,, সংবিধান সংশোধনী বিলের পক্ষে এভাবেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  পাল্টা কটাক্ষ করে অধীর চৌধুরী বলেছেন, "আপনি যদি এতই স্বচ্ছ হবেন তাহলে সবথেকে আগে বলে দিন CBI, ED-তে সরকারি কোনও হস্তক্ষেপ চলবে না। তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীন ক্ষমতায় আপনি প্রতিষ্ঠিত করার জন্য় বিল আনুন।" তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিজেপি গণতন্ত্র বিরোধী একটি শক্তি। নতুন যে বিল এনেছে, এটা আমাদের সংবিধান বিরোধী। অঘোষিত সুপার ইমারজেন্সি জারি করার চেষ্টা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর কংগ্রেস আর বামের শাসন দেখেছে। এরপর ১৫ বছর আগে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। আপনারা মা-মাটি-মানুষের স্লোগানে ভরসা করেছিলেন। কিন্তু, অবস্থা আগের থেকেও খারাপ হয়েছে। বললেন নরেন্দ্র মোদি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola