PM Modi: প্রধানমন্ত্রীর মুখে বাংলার সংস্কৃতি, বাংলার মণীষীদের প্রসঙ্গ। দিলেন বাংলাতে স্লোগানও
ABP Ananda LIVE: প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এল বাংলার সংস্কৃতি, বাংলার মণীষীদের প্রসঙ্গ। দিলেন বাংলাতে স্লোগানও। ১৮ জুলাই দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদির মুখে শোনা গেছিল জয় মা কালী, জয় মা দুর্গার স্লোগান। আজ দমদমের সভা থেকে প্রধানমন্ত্রীর মুখে বারবার ঘুরে ফিরে এল বাংলার সংস্কৃতি, বাংলার । পরম্পরা ও বাংলার মণীষীদের প্রসঙ্গ। বললেন, এই মাটি নবজাগরণের কেন্দ্র। একইসঙ্গে দাবি করলেন, বিজেপি সরকার গর্বের সঙ্গে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে সশক্তিকরণের জন্য লেগে রয়েছে। পাশাপাশি এদিনও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল দক্ষিণেশ্বরের কালীমন্দিরের কথা। আজ যে কৌশিকী অমাবস্যা, উল্লেখ করলেন সেটাও। দিলেন বাংলায় স্লোগান।
"সরকারি কর্মচারীরা ৫০ ঘণ্টা জেলে থাকলেই চাকরি চলে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীদের জন্য কোনও আইন নেই।" বাংলায় এসে,, সংবিধান সংশোধনী বিলের পক্ষে এভাবেই সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা কটাক্ষ করে অধীর চৌধুরী বলেছেন, "আপনি যদি এতই স্বচ্ছ হবেন তাহলে সবথেকে আগে বলে দিন CBI, ED-তে সরকারি কোনও হস্তক্ষেপ চলবে না। তাদেরকে সম্পূর্ণভাবে স্বাধীন ক্ষমতায় আপনি প্রতিষ্ঠিত করার জন্য় বিল আনুন।" তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বিজেপি গণতন্ত্র বিরোধী একটি শক্তি। নতুন যে বিল এনেছে, এটা আমাদের সংবিধান বিরোধী। অঘোষিত সুপার ইমারজেন্সি জারি করার চেষ্টা করা হচ্ছে।"