PM Modi: ক্ষমতার লোভে অনুপ্রবেশে মদত জোগাচ্ছে তৃণমূল-সহ বিরোধীরা। নিশানা প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: অনুপ্রবেশ ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করলেন প্রধানমন্ত্রী। বললেন, ক্ষমতার লোভে অনুপ্রবেশে মদত জোগাচ্ছে তৃণমূল-সহ বিরোধীরা। ছাব্বিশকে পাখির চোখ করে বললেন, বিজেপিকে ভোট দিলে অনুপ্রবেশকারীরা পালাবে।
১৫-ই অগাস্ট লালকেল্লা থেকে অনুপ্রবেশ ইস্য়ুতে সুর চড়িয়েছিলেন... আর, এবার রাজ্য়ে এসে অনুপ্রবেশের ফলে জনবিন্য়াস পাল্টে যাওয়ার অভিযোগে সরব হলেন নরেন্দ্র মোদি! বললেন, পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য়। যেভাবে সীমান্ত এলাকায় ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, পশ্চিমবঙ্গে সামাজিক সঙ্কট দেখা দিয়েছে। কৃষকদের থেকে জোরজবরদস্তি জমি কব্জা করে নিচ্ছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে।
এসব করা যাবে না। এদের রুখতেই হবে। এই কারণে, বাংলার জন্য় বিশেষ ডেমোগ্রাফি মিশন ঘোষণা করা হয়েছে। যারা আমাদের এখানকার মানুষেক রুজি-রুটি ছিনিয়ে নেওয়ার জন্য় এসেছে, যারা ভুয়ো পন্থায় কাগজ বানিয়ে এদেশে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে। এই কাজ করার কারণে, তৃণমূল সরকারকেও এখান থেকে যেতেই হবে।
বিধানসভা ভোটের আগে যে বিজেপির প্রধান হাতিয়ার হবে অনুপ্রবেশ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। বললেন, অনুপ্রবেশকারী-মুক্ত বাংলা কে করতে পারে? মোদি নয়। বিজেপি নয়। আপনার এক ভোট করতে পারে। আপনার এক ভোট। অনুপ্রবেশ ইস্য়ুতে তৃণমূলের পাশাপাশি সার্বিক ইন্ডিয়া জোটকে নিশানা করলেন নরেন্দ্র মোদি। বললেন, আমি অবাক হই, তৃণমূল, কংগ্রেসের মতো ইন্ডি জোটের কিছু রাজনৈতিক দল তুষ্টিকরণের রাজনীতি করছে। এই রাজনৈতিকদলগুলি অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে।