PM Modi: বাংলার উন্নয়নেই বিকশিত ভারতের জয়, হাজার কোটি বিনিয়োগ করেছে কেন্দ্র: মোদি
ABP Ananda live: বক্ততার শুরুতে বাংলায় সম্বোধন প্রধানমন্ত্রীর । 'আজ এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে, তিরঙ্গা পতাকা উড়িয়েছিলেন' । ওনার সম্মানে আমরা তিরঙ্গা পতাকা ওড়াব' । 'বিকশিত ভারত গড়ে তুলতে হলে, বাংলারও উন্নয়ন প্রয়োজন' বাংলাকেও নতুন উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে' । বাংলাকে ফের অতীত ভূমিকায় ফির আসতে হবে' । 'বাংলা মেক ইন ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ কেন্দ্র'। 'বাংলা নিজের ঐতিহ্য বজায় রেখে দ্রুত এগিয়ে যাক' । 'বাংলার উন্নয়নের জন্য হাজার কোটি বিনিয়োগ করেছে কেন্দ্র' । কেন্দ্রের উদ্যোগেই কল্যাণী এইমস তৈরি হয়েছে' । 'নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি স্টেশনে পুনর্গঠন করা হয়েছে'। 'ফ্রেট করিডর তৈরি করা হচ্ছে, কলকাতা মেট্রোর উন্নতি করা হয়েছে'। বললেন প্রধানমন্ত্রী। জঙ্গি-দাঙ্গা নিয়ে মোদি এদিন বলেন, 'পহেলগাঁও হামলার ভারত পৃথিবীকে জানিয়ে দিয়েছে, জঙ্গি হামলা হলে মূল্য চোকাতে হবে। তিনবার ঘরে ঢুকে মেরেছি। অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। তোষণ, দাঙ্গা, মহিলাদের ওপর অত্যাচার, শোষণের রাজনীতি বন্ধ হোক। অসম, ত্রিপুরা, ওড়িশা বিজেপিকে সুযোগ দিয়েছে, কোমর বেঁধে তৈরি থাকতে হবে। বাংলায় প্রতিটি পরিবারকে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি'।