PM Modi: 'বিজেপি সরকার বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষায় স্বীকৃতি দিয়েছে', জানালেন প্রধামনন্ত্রী
ABP Ananda LIVE : 'বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা'---বাংলায়। 'জয় মা কালী, জয় মা দুর্গা'--বাংলায়। '৫৪০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়েছে'। 'বাংলার জন্য বিজেপি বড় স্বপ্ন দেখেছে'। 'বিজেপি বিকশিত বাংলা তৈরি করতে চায়, এই প্রকল্পগুলি সেই স্বপ্ন পূরণ করবে'। 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশকে প্রথম ইন্ডাস্ট্রিয়াল পলিসি দিয়েছিলেন'। 'বাংলার এই মাটি প্রেরণায় পূর্ণ'। 'বাংলায় একসময় সারা দেশ থেকে মানুষ আসতেন রোজগারের জন্য'। 'এখন পুরো উল্টে গেছে, ছোট ছোট কাজের জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে যুবকদের'। 'একটা সময় দুর্গাপুর, আসানসোল দেশের শিল্পে গতি দিত, এখন পুরো পাল্টে গেছে'। 'এই অবস্থা থেকে বাংলাকে বার করতে হবে'। 'বাংলা পরিবর্তন চায়, বাংলা উন্নয়ন চায়'----বাংলায় বললেন। 'বাংলার শিল্পেরও নতুন টেকনোলজির প্রয়োজন'। 'দুর্গাপুর-কলকাতা গ্যাস পাইপলাইন মানুষের উন্নতি করবে'। 'বিজেপি হাজার হাজার কোটি টাকা খরচ করছে, যাতে সিএনজি দিয়ে গাড়ি চলতে পারে, কারখানার সুবিধা হয়, রোজগার বাড়বে'। 'রান্নাঘরে মহিলারা যেমন নল দিয়ে জল পান, তেমন নল দিয়ে গ্যাস আসবে'। 'বাংলার এই অবস্থা বদলাতে পারে, বিজেপি আসার পর কিছু বছর পরেই শিল্পে দেশের মধ্যে বাংলা অন্যতম হবে'। 'আমদানি-রফতানির অন্যতম কেন্দ্র বাংলা, প্রাকতিক সম্পদ আছে, বাংলার কাছে সব শক্তি মজুত'। 'বাংলার উন্নয়নে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল সরকার'। 'এই দেওয়াল ভেঙে পড়লেই বাংলার উন্নয়ন হবে'। 'তৃণমূল সরকার গেলেই আসল পরিবর্তন আসবে'---বাংলায়
'উন্নততর দেশ তৈরি করবে বাংলার বড় ভূমিকা থাকবে'। 'ত্রিপুরায় উন্নতি করছে বিজেপি, ওড়িশায় এবার বিজেপি সরকার, খুব দ্রুত ওড়িশার উন্নতি হবে'। 'একবার বিজেপিকে সুযোগ দিন, এই সরকার সৎ, কর্মদক্ষ হবে'। 'টিএমসি বাংলায় নিয়োগ বিরোধী'। 'যেখানে মুর্শিদাবাদের মতো দাঙ্গা হয়, ছোট ছোট ঘটনায় হিংসা, পুলিশ একপক্ষের হয়ে কাজ করে, সেখানে কেউ কীভাবে বিনিয়োগ করবে ?' 'মানুষের প্রাণ, দোকানের সুরক্ষা দিতে পারে না, সেখানে বিনিয়োগ কীভাবে হবে ?' 'বাংলার সিন্ডিকেট রাজ চলে, শিল্পপতিদের কাছ থেকে টাকা তোলা হয়, হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়, শিল্পপতিরা পালিয়ে যায়'। 'টিএমসির গুন্ডাগিরি বাংলার বিনিয়োগ বন্ধ করেছে'। 'এখানের সরকার নিজের নেতাদের ছাড় দিয়ে রেখেছে'। 'টিএমসি রাজে শয়ে শয়ে কোম্পানি বাংলা ছেড়ে চলে গেছে'। 'বাংলার হাল বেহাল, এখন সবাই বলছে টিএমসি হঠাও, বাংলা বাঁচাও'। 'টিএমসিকে সরাও, বাংলাকে বাঁচাও', বাংলায়। 'প্রাইমারি থেকে হায়ার এডুকেশন সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে'। 'শিক্ষায় দুর্নীতি হয়েছে, হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন, তার একটাই কারণ টিএমসির অত্যাচার'। 'হাজার হাজার পরিবার সঙ্কটে পড়েছে, পড়ুয়ারাও বিপদে পড়েছে'। 'এটা সিস্টেমেটিক ফ্রড'। 'মা-মাটি-মানুষের সরকার মহিলাদের প্রতি অন্যায় করেছে'। 'বাংলায় হাসপাতাল মহিলাদের জন্য সুরক্ষিত নয়'। 'এখানে চিকিৎসকের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু টিএমসি সরকার অভিযুক্তদের বাঁচায়'। 'এই ঘটনা ঘটার পরেই আরও একটি কলেজে মহিলার ওপর অত্যাচার'। 'টিএমসির বড় নেতা-মন্ত্রী অভিযুক্তদের বদলে অভিযোগকারীকেই দোষী সাব্যস্ত করে'। 'আমরা সবাই মিলে এই নির্মমতা থেকে মুক্তি দেব'। 'টিএমসি ও বাম দিল্লিতে কংগ্রেসের সঙ্গে সরকার চালিয়েছে, তখন বাংলা ভাষার কথা মনে পড়ে না'। 'বিজেপি সরকার বাংলা ভাষাকে শাস্ত্রীয় ভাষায় স্বীকৃতি দিয়েছে'। 'বিজেপি এমন দল, যার বীজ বাংলার মাটিতে ঢুকে রয়েছে'। 'দেশের যেখানে বিজেপি সরকার সেখানে বাংলার সম্মান'। 'টিএমসি নিজের স্বার্থের জন্য অনুপ্রবেশকারীদের নকল কাগজ বানিয়ে দিচ্ছে'। 'দেশের সুরক্ষার জন্য এটি খুবই বিপজ্জনক'। 'দেশের সাংবিধানিক সংস্থাগুলিকেও আক্রমণ করছে টিএমসি'। 'যে ভারতের নাগরিক নয়, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ভারতের সংবিধান অনুযায়ী'। 'যে কোনও ধরণের চক্রান্ত বিজেপি সফল হতে দেবে না'। 'বাংলার ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন'। 'কেন্দ্র বাংলার উন্নয়নের জন্য টাকা পাঠায়, দরিদ্র,আদিবাসীদের জন্য টাকা পাঠায়'। 'টিএমসি সরকার কেন্দ্রের সরকারের প্রকল্প আটকে দেয়'। 'কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দেয় বাংলার জন্য, কিন্ত জেনেশুনে আটকে দেয় টিএমসি সরকার'। 'দেশে এমন রাজ্য আছে, যেখানে সব ঘরে নলের মাধ্যমে জল আসে, কিন্তু বাংলায় অনেক জেলায় নলের মাধ্যমে জল আসে না'। 'কেন্দ্র পাকা ঘর তৈরির জন্য টাকা দেয়, কিন্তু বাংলায় হয় না'। 'আয়ুস্মান প্রকল্পের সুবিধা দেশের মানুষ নিচ্ছে, কিন্তু টিএমসি সরকার লাগু করতে দেয় না'। 'বাংলার মানুষ বাইরে ইন্টারভিউ দিতে গেলে বা কারও সঙ্গে দেখা করতে গিয়ে অসুস্থ হলে এই প্রকল্পের সুবিধা পায় না'। বললেন মোদি।