PM Modi: 'এভাবে সরকার চলে নাকি?' মুর্শিদাবাদ কাণ্ড প্রসঙ্গে TMC-কে কটাক্ষ মোদির
ABP Ananda Live: মুর্শিদাবাদ, মালদায় দাঙ্গা নিয়ে রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছিল। এমনকী, মুর্শিদাবাদের অশান্তির সঙ্গে পহেলগাঁওয়ে গণহত্যার তুলনা টেনেছিল বিজেপিও। দু' জায়গাতেই হিন্দুদের বেছে বেছে মারা হয়েছে, এমন দাবি করেছিল পদ্ম শিবির। এবার সেই একই সুর শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও।
বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ারে জনসভা করেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি বলেন, 'মুর্শিদাবাদ, মালদায় যা হয়েছে, তা এই সরকারের নির্মমতা প্রকাশ পেয়েছে। দাঙ্গায় মা-বোনেদের সারাজীবনের পুঁজি শেষ হয়ে গেছে। গুন্ডাদের ছেড়ে দেওয়া হয়েছে, লোকেদের ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে। এভাবে সরকার চলে নাকি? বাংলায় অত্যাচার হচ্ছে, কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। আদালতকে হস্তক্ষেপ করতে হয়। বাংলা বলছে, নির্মম সরকার চাই না'।