PM Modi: গণপরিবহণে নতুন দিগন্ত। কলকাতায় নতুন তিনটে মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: গণপরিবহণে নতুন দিগন্ত। কলকাতায় নতুন তিনটে মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মেট্রো পথে গঙ্গার নীচ দিয়ে সহজেই এবার হাওড়া-শিয়ালদা। হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে কলকাতা বিমানবন্দর কিম্বা সেক্টর ফাইভ। নতুন অংশ যোগ হল অরেঞ্জ ও ইয়োলো লাইনেও। শহরে এসে মেট্রোর ৩টি নতুন অংশের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী। খুশি যাত্রী থেকে মেট্রো রেলের কর্মীরা। মেট্রোপথে জুড়ে গেল হাওড়া-এসপ্ল্যানেড-শিয়ালদা। শিয়ালদা থেকে ধর্মতলা আড়াই কিমি পথ এবার মাত্র ৩ মিনিটে। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলছিলই। এবা তা চলবে বেলেঘাটা পর্যন্ত। ফলে নিউ গড়িয়া থেকে সোজা যাওয়া যাবে সেক্টর ফাইভ। ইয়োলো লাইনে বিমানবন্দরের হাত ধরল নোয়াপাড়া। ফলে, নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে, সোজা পৌঁছে যাওয়া যাবে দমদম বিমানবন্দরে।
Tags :
West Bengal CM Mamata Banerjee CM Mamata Banerjee PM Modi TMC News NArendra Modi KOLKATA NEWS