PM Narendra Modi: বন্দেমাতরম, নেতাজির জন্মদিন নিয়ে সিঙ্গুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদির বড় কথা
সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবস, বন্দেমাতরমের ১৫০ বছর পূর্তি ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন প্রসঙ্গে নানা কথা বলেন। তাঁর কথায়, 'আগে ২৬ জানুয়ারির কার্যক্রম ২৪-২৫ তারিখে শুরু হত। আর ৩০ তারিখ শেষ হত। আমি এই কার্যক্রম বদলে দিয়েছি। ২৩ জানুয়ারি সুভাষবাবুর জন্মজয়ন্তী থেকে শুরু করব আর মহাত্মা গান্ধীর পূর্ণতিথিতে পুরো করার কথা ভেবেছি।'
মালদার পর সিঙ্গুরের সভা থেকেও 'আসল' পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে আসল পরিবর্তন চাইছে মানুষ।' সিঙ্গুরের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন। ৮৩০ কোটি টাকার প্রকল্পের সূচনা ও শিলান্যাস। ময়নাপুর-জয়রামবাটি রেল লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ৩টি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাওড়া-আনন্দবিহার, শিয়ালদা-বেনারস, সাঁতরাগাছি-তাম্বরম অমৃতভারতের সূচনা। সঙ্গে একটি নতুন প্যাসেঞ্জার ট্রেনের সূচনাও করেন মোদি।