SSC News: 'পরীক্ষায় বসতে পারবেন পকসো মামলায় অভিযুক্ত শিক্ষক', নির্দেশ বিচারপতির
ABP Ananda LIVE: SSC-র নতুন নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন পকসো মামলায় অভিযুক্ত শিক্ষক । জেলে বসেই তাঁকে পরীক্ষায় অংশগ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা । আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হবে SSC-র নিয়োগের পরীক্ষা । গত ১৯ জুলাই থেকে পকসো মামলায় জেলে রয়েছেন অভিযুক্ত শিক্ষক । SSC-র প্রকাশিত 'দাগি'দের তালিকায় নাম নেই ওই অভিযুক্ত শিক্ষকের। SSC-র নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আবেদন জানিয়ে হাইকোর্টে গিয়েছিলেন প্রায় সাড়ে ৩০০ জন ‘দাগি’ শিক্ষক। মঙ্গলবার শুনানিতে কমিশনের প্রকাশ করা 'দাগি'দের তালিকায় হস্তক্ষেপ করেনি আদালত। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই হস্তক্ষেপ করবে না হাইকোর্ট, জানিয়ে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সঙ্গে বিচারপতি জানিয়ে দেন, এই মুহূর্তে ১৮০৬ জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয়। মামলাকারীদের আইনজীবীরা সওয়াল করেন, আদালতের নির্দেশে বলা হয়েছে, যাঁরা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর চাকরি পেয়েছেন, সুপারিশে যাঁদের চাকরি হয়েছে, অথবা যাঁরা খালি OMR শিট জমা দিয়েছেন, এই ৩টি ক্যাটিগরিতে চাকরিপ্রাপকদের ‘দাগি’ বলে চিহ্নিত করা যাবে।