Poila Baisakh Exclusive: হালখাতার হাল হকিকত, ২ বছরের খরা কাটিয়ে উঠতে পারল কলেজস্ট্রিটের বইপাড়া ?

Continues below advertisement

হালখাতা ... পঞ্জিকা .... নতুন প্রকাশিত বই আর থাক দেওয়া ক্যালেন্ডার। এই কয়েকমাস আগেও যে কোভিড আর আমফান এই জায়গাটাকে এক্কেবারে নিষ্প্রাণ করে দিয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে তা বলবে কে। প্রচণ্ড আঘাত পেয়েও ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বইপাড়া। প্রাক নববর্ষে এবিপি লাইভ ঘুরে দেখল কলেজস্ট্রিট বইপাড়ার আনাচ-কানাচ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram