BJP Leader:মারিশদার বিজেপি নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা পুলিশের।ABP Ananda LIVE
মারিশদার বিজেপি নেতার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা পুলিশের। ২ ডিসেম্বর পর্যন্ত বিজেপি নেতা রবীন মান্নার জেল হেফাজত। গতকাল রবীনকে গ্রেফতার করে মারিশদা থানার পুলিশ। মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে গতকাল মারিশদা থানায় পুলিশের সঙ্গে বচসা হয় শুভেন্দু অধিকারীর।