Digha Tourusm: করোনা বিধিভঙ্গে এবার কড়া প্রশাসন, দিঘায় আটক বহু পর্যটক

Continues below advertisement

সংক্রমণ কমতেই দিঘার (Digha) সৈকতে পর্যটকদের ভিড়। বারবার বলা সত্ত্বেও বালাই নেই করোনা বিধি (Covid Rules) মানার। এবার কড়া ভূমিকায় প্রশাসন। নিয়মভঙ্গের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩০ জন পর্যটককে আটক করা হয়। মনে শুধুই ফূর্তি। পরোয়া নেই করোনাজনিত পরিস্থিতিকে। দিঘায় এ ছবি দেখে মনে হয় যেন... কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। করোনার দুঃসহ স্মৃতি মনে রাখার ফুরসত কোথায়! কারও মাস্ক ঝুলছে থুতনিতে! কারও সেটাও নেই! পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে বিধিভঙ্গের ছড়াছড়ি।

বিশেষজ্ঞরা বারবার বলছেন, সঙ্কট এখনও কাটেনি। করোনার তৃতীয় ঢেউ অনিবার্য। পরামর্শ দিচ্ছেন, মাস্ক পরুন.....সামাজিক দুরত্ববিধি মানুন...কিন্তু, তারপরও সেই ডোন্ট কেয়ার মানসিকতা।
এই পরিস্থিতিতে বাবা-বাছা করে বুঝিয়েও যখন লাভ হচ্ছে না।তখন অবাধ্যদের লাগাম পরাতে ধরপাকড়ে নেমেছে দিঘা প্রশাসন। নিয়মভঙ্গের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর পর্যন্ত মোট ৩০ জনকে আটক করা হয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram