Sandeshkhali News: এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, ক্যাম্পে ঢুকে মাথায় রড দিয়ে আঘাত
এবার সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, শীতুলিয়া পুলিশ ক্যাম্পের ভেতরে ঢুকে হামলা দুষ্কৃতীদের। গতরাতে ক্যাম্পের ভিতরে পুলিশ কনস্টেবলের উপর হামলা, মাথায় রড দিয়ে আঘাত। আহত কনস্টেবলকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে সন্দেশখালি থানার পুলিশ।
Tags :
SandeshKhali News SandeshKhali Incident SAndeshkhali Sandeshkhali Violence TMC In Sandeshkhali Sandeshkhali News In Bengali Sheikh Shah Jahan Sandeshkhali Shahjahan Sheikh Sandeshkhali