Police beaten: অটো রাখা নিয়ে বচসা, পুলিশকে বেধড়ক মারধর
ফের আক্রান্ত পুলিশ, এবার উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। অটো রাখা নিয়ে বচসার জেরে পুলিশকে (Police) মারধরের অভিযোগ। শ্যামনগর স্টেশন সংলগ্ন রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে অটো রাখতে গেলে বাধা দেয় পুলিশ। ১ এএসআই, ২ সিভিক ভলান্টিয়ার সহ ৪ জনকে বেধড়ক মারধরের অভিযোগ কয়েকজন অটোচালককে আটক করেছে পুলিশ (Police)।