ঠাকুরনগরে সমমুখসমরে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী, ওসির উর্দি ছিড়ে দেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

Morning Headlines: ঠাকুরনগরে সমমুখসমরে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীও। ওসির উর্দি ছিড়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। 

অভিষেক সফরের আগে বিক্ষোভ, স্লোগানে উত্তাল ঠাকুরবাড়ি। অভিষেক বেরোতেই চোর চোর স্লোগান। 

বিক্ষোভে বন্ধ মূল মন্দির, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার পোস্টার, কালো পতাকা হাতে বিক্ষোভ। মূল মন্দিরে ঢুকতেই পারলেন না অভিষেক, পুজো দিলেন পাশের মন্দিরে। গেলেন বীণাপানি দেবীর ঘরে। 

ঠাকুরবাড়ির নাটমন্দিরে পুলিশ কেন ? প্রশ্ন তুলে পুলিশকর্মীদের সরালেন শান্তনু ঠাকুর। মোদি এলে ধুমধাম, অভিষেকে কেন আপত্তি? প্রশ্ন মমতাবালার। 

ডোমকলে কোমরে অস্ত্র নিয়ে দাপাদাপি। অস্ত্র আইনে মামলা রুজু করলেও, হেফাজতে চাইল না পুলিশ। উপস্থিত রইলেন না সরকারি আইনজীবীও। জেল হেফাজতে তৃণমূল নেতা।

ডোমকলে পিস্তল হাতে ধৃত তৃণমূল নেতা। বিস্ফোরক মদন।

পঞ্চায়েত লুঠের অভিপ্রায় থাকলে ভোট বন্ধ করে দিন মুখ্যমন্ত্রী। খড়গ্রামে নিহত কংগ্রেসকর্মীর বাড়ি গিয়ে দাবি অধীরের। গ্রাম্য বিবাদে উস্কানি, পাল্টা জয়প্রকাশ।

অশান্তি থেকে শিক্ষা। আজ থেকে মনোনয়ন কেন্দ্র থেকে ১ কিলোমিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি কমিশনের। মনোনয়ন কেন্দ্রের ভিতর ঢুকতে পারবেন প্রার্থী-সহ ২ জন। 

পঞ্চায়েতে মনোনয়নপর্বের শুরু থেকেই অশান্তি। রাজ্যে আসছেন জাতীয় মানবাধিকার কমিশনের ডিজি ইভেস্টিগেশন। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এনএইচআরসির।

রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নিয়োগ ঠিক হয়নি রাজ্যপালের। পঞ্চায়েতে মনোনয়নে অশান্তি নিয়ে আক্রমণ শুভেনদুর। রাজ্যপালকে দলদাসে পরিণত করার চেষ্টা, পাল্টা তৃণমূল।

ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে আজ হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক পঞ্চায়েত ভোট, দাবি ডিএ আন্দোলনকারীদের।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ হাইকোর্টে শুনানি। সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন প্রত্যাহার করল রাজ্য সরকার। সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রারকে চিঠি রাজ্যের আইনজীবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram