Kolkata News: ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায় আক্রান্ত পুলিশ। ABP Ananda Live
ট্রাফিক আইন লঙ্ঘনে বাধা দেওয়ায়, আক্রান্ত পুলিশ। ট্রাফিক পুলিশকে সজোরে ধাক্কা মারার অভিযোগ উঠল বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, রাতে এজেসি বোস উড়ালপুলে দুই চাকার যানের ওঠা নিষিদ্ধ। নিয়ম ভেঙে এদিন ভোর ৪টে নাগাদ SSKM-এর দিক থেকে উড়ালপুলে উঠে পড়ে একটি বাইক। কর্তব্যরত ট্রাফিক ASI আনারুল ইসলাম বাধা দেওয়ায়, তাঁকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে দুই বাইক আরোহী। গুরুতর আহত ট্রাফিক পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই বাইক আরোহীকে আটক করেছে হেস্টিংস থানার পুলিশ।
Tags :
Police Attack Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel