Police: নিউটাউনে ফের যকের ধনের হদিশ
নিউটাউনে (Newtown) ফের যকের ধনের হদিশ। নিউটাউনের সংকল্প হাউজিংয়ের দুটি টাওয়ারে হানা পুলিশের। প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ টাকা উদ্ধার (Money Recover)। উদ্ধার ল্যাপটপ, টাকা গোণার যন্ত্র, রুপোর কয়েন, সোনার আংটি, ১১টি দামি ঘড়ি উদ্ধার। উদ্ধার ৪টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত। কল সেন্টারে হানা দিয়ে গ্রেফতার ৬, অভিযুক্তদের নিয়ে তল্লাশি। হাওয়ালা ও ক্রিপ্টো কারেন্সির মাধ্য়মে আসত টাকা, পুলিশ সূত্রে দাবি। বিদেশিদের প্রতারণার মাধ্যমেও আসত টাকা, পুলিশ সূত্রে দাবি