Jaynagar Incident: জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম নেতাদের ঢুকতে বাধা পুলিশের | ABP Ananda Live
Jaynagar : জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম নেতাদের ঢুকতে বাধা ঢোকার মুখেই আটকে দিল পুলিশ। পুলিশের সঙ্গে সিপিএম নেতাদের ধস্তাধস্তি গ্রাম ছেড়ে দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন ঘরছাড়া ২৫-৩০টি পরিবার। দক্ষিণ বারাসতের সিপিএম পার্টি অফিসে আশ্রয় নেন ঘরছাড়া পরিবারের মহিলারা। তাঁদের সঙ্গে নিয়ে ফেরার সময়ই গ্রামে ঢুকতে বাধা দেয় পুলিশ। কাউকে আটকানো হয়নি, গ্রামবাসীরা ঢুকতে পারবে, দাবি পুলিশের