Police Notice To NIA:ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ।ABP Ananda LIVE
ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ। দু'জনকেই ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও।