Police Notice To NIA:ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ।ABP Ananda LIVE

ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ। দু'জনকেই ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola