NIA Attacked: ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ
ভূপতিনগরে হামলার ঘটনায় এবার এনআইএ-কে নোটিস পাঠাল পুলিশ। অভিযোগকারী এনআইএ আধিকারিক এবং আহত এনআইএ আধিকারিককে ডেকে পাঠাল পুলিশ। দু'জনকেই ১১ এপ্রিলের মধ্যে থানায় আসতে বলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আধিকারিকদের কাছে জানতে চাওয়া হবে, ওইদিন কী ঘটেছিল। মেডিক্যাল রিপোর্ট-সহ বেশ কিছু নথিও আনতে বলেছে ভূপতিনগর থানার পুলিশ। ফরেন্সিক তদন্তের প্রয়োজনে আনতে বলা হয়েছে কাচ ভাঙা গাড়িটিকেও। হামলার ঘটনার তদন্তে ৩ জন গ্রামবাসীকেও নোটিস দিয়েছে পুলিশ। ৩ দিনের মধ্যে তাঁদের ভূপতিনগর থানায় হাজিরা দিতে বলা হয়েছে।