Joynagar: ‘আমরা আক্রান্ত’কে জয়নগরের গ্রামে যেতে পুলিশের বাধা
Continues below advertisement
বাম-কংগ্রেস, নৌশাদ সিদ্দিকির পর এবার ‘আমরা আক্রান্ত’কেও জয়নগরের দলুয়াখাকি গ্রামে যেতে বাধা পুলিশের। এদিন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর নেতৃত্বে গ্রামে যায় নাগরিক সংগঠন ‘আমরা আক্রান্ত’। দলুয়াখাকি গ্রামে ঢোকার মুখে মনসাতলা এলাকায় তাঁদের আটকায় পুলিশ। এর আগে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকেও যেতে বাধা দেওয়া হয়।
Continues below advertisement