CPM: শান্তিমিছিলে ধুন্ধুমার, মিছিল আটকাতেই বাম কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ
Continues below advertisement
রামনবমীর অশান্তির প্রতিবাদে শান্তিমিছিল বামেদের। বালিখাল থেকে মিছিল যায় সালকিয়া পর্যন্ত। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারপার্সন বিমান বসু। সালকিয়া চৌরাস্তায় বামেদের মিছিল পৌঁছাতেই তা আটকায় পুলিশ। রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই তরফের। মহম্মদ সেলিমের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। এদিন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে সালকিয়া মোড়। ব্যারিকেট ভেঙে মিছিল এগোনোর চেষ্টা করতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। ব়্যাফ নামানো হয় এলাকায়। সবমিলিয়ে পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এদিন
Continues below advertisement